লেখার ডাগর মাঠ


বুধবার, নভেম্বর ২৮

জলের দিকে তাকালাম

জলের দিকে তাকিয়ে
সমুদ্রের মুখ দেখি
মাছেদের চোখে বসে বসে ।

তরঙ্গ আমায় কাঁদায়
ধবধবে নোনা ফেনায় ।
সমতল ভাঙা ঢেয়ে ঢেয়ে
কষ্ট কিনি শেওলা ফুল বাড়িয়ে ,

আশে পাশে তোমরা কে আছো
আমি দাঁড়িয়ে অসমুদ্র হিমাচলে
রক্তাক্ত কুরু অশ্বথ্থামা হয়ে
মিথ্যা মৃত্যুর কষ্ট কিনে নিই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন