লেখার ডাগর মাঠ


সোমবার, মে ২

গ্রীষ্মের ছুটি , চুমু চুমু



একগুচ্ছ বসন্ত । অবারিত অন্ধকার
একটু একটু করে ফুরাত ফুরাতে চৌকাঠ পেরিয়ে
দ্বিধাহীন মাঠে দাঁড়িয়ে থাকে-আমার গান কবিতা ।
তবে প্রশ্ন হতে পারে , কেনো তার নিঃশব্দ ঠোঁটে
অন্ধকার হয়ে ঘুমিয়ে আছে ,হাড়িয়ে যাওয়া স্রোত……

উদাস মন লুকিয়ে লুকিয়ে
মোহরির কলমের মত কাঁদে দু'চোখ ভরে ,
উঁচু উঁচু আল্ , স্থবির মাঠ , জমি
থই থই উদাস জল আঁকে

সেই প্রথম দিনে শুভাকাঙ্খী সকাল
তখন ছিল স্কুল "গ্রীষ্মের ছুটি "
আমার জন্মান্তর আকাশ জুড়ে
ভোরের আধখাওয়া চাঁদটা অন্ধ আলোতে
ঝিলিক দিয়ে আমার হাতের মুঠোয় এসেছিল
তার নরম হাতের আলো……

রবীন্দ্র নাথ লিখেছিলেন… " ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে "
আর , আমি বলি--
তুমি নক্ষত্রজন্মা , খরস্রোতা সূর্য , একলব্য ভালবাসা
বৃষ্টি বৃষ্টি খেলা , ঠোঁটে জলের দাগ , চোখ বুজে হাই তোলে
চিবুক , বুক , স্তন , নাভী , পদাঙুল
জৈষ্ঠ্যের আকাশে , বাতাস ছোঁয়া ঠোঁট
গ্রীষ্ম তোমায় চুমু চুমু চুমু
হাতের উল্টো পিঠে
তাকে আমি আমাকে সে ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন