লেখার ডাগর মাঠ


মঙ্গলবার, আগস্ট ৪

ধর্ম কি ?

মানুষের ধর্ম অবশ্যই আছে । সেটি কিন্তু সৃষ্টিগত । সেটি কখনই কেউ পরিবর্তন করতে পারে না । আমরণ অবধি তা মানুষ ধারণ করে থাকে । মানুষের বৈশিষ্ট ,গুণ ও প্রকৃতি মানুষের ধর্ম ।  যেমন , জল ,আগুন ও চম্বুক তার ধর্ম পরিবর্তন করতে পারে না , ঠিক তেমনই ।

মানবতা মানুষের ধর্ম না । কেননা মানবতা চর্চার দ্বারা একজন মানুষ অর্জন করে । ধর্ম কখনও চর্চার দ্বারা অর্জন করা যায় না । ইহা জন্ম লগ্ন থেকেই স্বয়ম্ভূ । তাই মানবতা মানুষে নীতিবোধ ।  নীতিবোধ কখনই ধর্ম হতে পারে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন