লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ৭

বিষ ও বৃষ্টি

যে আমায় শক্তি দেয়
যে আমায় শক্তি চেনায়
যে আমায় শক্তি  জোগায়
তাকে আমি ঝোলায় ঝুলিয়ে রাখি কাধে ।

যে আমায় বাঁচিয়ে রাখে
যে আমায় বাঁচিয়ে দেয়
যে আমায় বাঁচিয়ে তোলে
তাকে আমি কলমে লিখে বন্দি করি খাতায় ।

এত কিছুর পরও যাকে 
আমি প্রত্যেহ খুঁজি উদ্ভ্রান্ত বাদরে , চোখে
সে আমায় চিনতে শেখায় মরণ 
সে আমায় দেখতে শেখায় ধরণ
সে আমায় বুঝতে শেখায় 
আকাশ কেনো এত বড়ো নীল বিশলতায় 
বহন করে বিষ ও বৃষ্টি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন