লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ৭

শক্তি

বাঁকী রইল যত কাজ
তার মাঝে রয়ে গেল আমার-
এলোমেলো চুল , যাকে বলে চিন্তা ।

পথে মাঝে যার সঙ্গে দেখা
সে-তো আমার অপরিচিত পথিক
ভাগ্যবাদের কাছে 
যে আমায় পাঠায় , সে পথিক 
আমার পরিচিত , পরিনীত ভালবাসা ।

আর
যাকে আমি সব সময় বাঁধি , খুঁজি
সে অনাবিল আনন্দে দুঃখ দেয়
তাই আজ
পেট ভরাতে গৃহহীন যাযাবর আমি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন