লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মে ৭

সংজ্ঞায়িত মৃত্যু

আমি মরণ কে মরণ বলি না
দমরে মুচড়ে 
পড়ে যাওয়া-কে বলি মরণ ।

তা-হলে এবার বুঝলে তো
আমার মরণের সংজ্ঞাটি কি !

আশ্চার্য হলে বুঝবো
তুমি ঈশ্বরের নতুন নামকরণ করেছো ।
খোঁজার নামে খুঁজে পাও
ঘাস-পাতা , আঁচল-নিশ্চাচোল
পাখি আর পথিকের রুদ্র শ্বাস বয়ে যাওয়া শিশু থেকে কিশোর বয়সী বয়সটি ।

তবুও আমি মরণ কে মরণ বলি না
যেমন বলি না ঈশ্বর কে অস্তিতপূর্ণ বিশ্বাস ,
যাদের মরণ মস্তিষ্কে থাকে
তারা মৃত্যু-কে জলবায়ু বলে ,
আর
বেঁচে থাকা কে বলে মিথ্যা নৈবচঃ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন