লেখার ডাগর মাঠ


শুক্রবার, ডিসেম্বর ১

আমি

“ আমি ”
দেবজ্যোতিকাজল

পোড়া কাঠের মুখোশ পড়ে
আগুনকে চুমু দেই বুকে টেনে

হে মুখোশ তোমার আগুন চুমু-
সমুদ্র পাকস্থলীতে মুক্ত জন্মায়,
আগুন পাল ওড়াও
                   সবুজ মরা মেঘে ।

আমার শপথ ক’রা শব্দাবলী
জলের উপর লিখে ভাসায়
শব্দ দিয়ে খোঁদাই করি
            বাকহীন কাদামাটি ।

আমার অতীত অভিশপ্ত গাছ
বাতাসে মিশিয়েছি মৃত সবুজ,
ঝড়ের মত তাই
         বুকে মুখে ঝাঁপটা লাগে ।

একটি সুতির দেয়ালে নিহত ধ্রুব
দোল খাচ্ছে  চুরি করা আকাশ,
হৃদয়ে ধুলো জমেছে ,মুখোশের খাঁজে,
পশ্চিমে বসে আছি বাতাসের ঝাপটায় ।
                     আমি কে ?
                        আমি কে ?
                          আমি কে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন