পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, আগস্ট ২০

বাণী

কোনো ব্যক্তি তখনই পূনাঙ্গ বিজ্ঞানী হতে পারেন । তিনি যখন কুসংস্কার ও ধর্ম ভীরুতা থেকে সম্পূর্ণ ভাবে বের হতে পারেন ।
-নাস্তিক দেব

বৃহস্পতিবার, জুলাই ১৮

বানী

মানবতা ও মনুষ্যত্ব মানুষের ধর্ম নোই । কেননা ইহা মানুষ চর্চার দ্বারা অর্জন করে । যা চর্চার দ্বারা মানুষ অর্জন করে তাহাকে আমি বলবো , ‘জ্ঞান’ । আর যাহা প্রকৃতগত ভাবে মানুষ পেয়ে থাকেন তাহাকেই আমি বলব , মানুষের ‘ধর্ম’ ।

         - নাস্তিক দেব

সোমবার, মে ১৩

ঝোড়ো শ্লোক

আমার মুখ
সর্যাস্তের শেষ হাসি
আমার মাথা
বৃত্তাকার ফাঁকা ফাঁকা মেষপালক
আমার যৌবন
নিষিদ্ধ গন্ধের ফিকোয়েন্সি পাগল জ্যাজ
আমার উষ্ণ ঘাম
টমেটো উনন বুদ্বুদ জল

রবিবার, এপ্রিল ২৮

স্ক্রীন প্রিন্টিং

কিভাবে শার্টে স্ক্রীন প্রিন্ট করা যায় ( নতুন ব্যবসা আইডিয়া)

সাধারণত আপনি নিজে যেমন পারিবারিকভাবে এই ব্যবসা করতে পারেন তেমনি এলাকায় অবস্থিত কাপড়ের দোকান বা সমিতির মাধ্যমে পরিচিত কয়েকজনকে নিয়েও স্ক্রীন প্রিন্টের ব্যবসা করতে পারেন৷ অবশ্য এটা জানা দরকার যে, যেকোন ধরনের কাপড়ে স্ক্রীনের নকশা করার পদ্ধতি মূলত একই৷ তবে কাপড়ের ধরনের উপর ভিত্তি করে নকশা, রং ও উপকরণের পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে৷ এখন জেনে নেয়া যাক একটি শার্টে কিভাবে এই প্রিন্ট করা যেতে পারে ও তাতে কেমন খরচ হতে পারেঃ

শার্ট
শার্ট পোশাকটি সাধারণত পুরুষদের ব্যবহৃত একটি জনপ্রিয় পোশাক৷ অবশ্য আজকাল ফ্যাশন-সচেতন অনেক কিশোরিকেও শার্ট বা ফতুয়া পরতে দেখা যায়৷ শার্ট নানা ধরেনর হতে পারে৷ যেমন- সুতি, তাঁত, সিল্ক ইত্যাদি৷ এখন স্ক্রীন প্রিন্টের নানা ধরনের নকশার শার্টও বেশ জনপ্রিয়৷ এখন জেনে নেই একটি শার্ট এই নকশা করতে হলে কি কি করতে হবে ও কিভাবে করতে হবেঃ

শার্টে স্ক্রীন প্রিন্ট কিভাবে করতে হবে
ইতিপূর্বে যেভাবে কাপড়ে স্ক্রীনের ছাপ করার আগে কিছু প্রস্তুতি নেবার কথা বলা হয়েছে ঠিক সেভাবেই শার্ট তৈরিতেও সেগুলো অনুসরণ করতে হবে৷ কাজের সুবিধার জন্য আরেকবার জেনে নেই সেগুলো কি কিঃ
ছাপার জন্য নকশা তৈরি করা
স্ক্রীনের রং তৈরি করা
সোনাকোট বা স্ক্রীন প্রিন্ট ইমালশন ব্যবহার করা
বেনজিন ব্যবহার করা
রং তৈরি করা
রিমোভার ব্যবহার করা
ব্লিচিং পাউডার ব্যবহার করা
কাঠের ফ্রেম তৈরি করা
এক্সপোজার টেবিল ও ফ্রেম ব্যবহার করা

এখন জেনে নেই একটি শার্টের উপর ২ রঙের ছাপের মাধ্যমে স্ত্রীন প্রিন্টের ধাপগুলো কি কিঃ
প্রথমে নিজের চাহিদামত পজেটিভ বা ট্রেসিং সংগ্রহ করতে হবে৷ মনে রাখতে হবে, আলাদা আলাদা রঙের জন্য আলাদা আলাদা ট্রেসিং বা ফিল্মের পজেটিভ সংগ্রহ করতে হবে।
এরপর মাপমত ফ্রেম ও স্ত্রীন সংগ্রহ করার কাজ৷ ধরা যাক এক্ষেত্রে (১০(১১) ইঞ্চি মাপের একটি ফ্রেম ও (১১(১৩) ইঞ্চি মাপের স্ক্রীন সংগ্রহ করা হলো।
এরপর ফ্রেম তৈরি করি সেইসাথে সঠিক মাপের কাঠের ফ্রেমে স্ক্রীনটি টানটান করে পেরেক দিয়ে লাগিয়ে নিতে হবে।
এখন স্ক্রিনকে একটি অন্ধকার ঘরে নিয়ে তাতে ১ আউন্স সোনাকোট এবং ৪/৫ ফোটা পটাশিয়াম বাই ক্রোমাইট মিশিয়ে নিতে হবে।
স্ক্রিনসহ ফ্রেমটি সমানভাবে ধরে বাকেট দিয়ে স্ক্রিনে কেমিক্যাল লাগাতে হবে৷ মনে রাখতে হবে যদি আপনি তাড়াতাড়ি কাজ করতে চান তবে ড্রায়ারের সাহায্যে স্ক্রীন শুকিয়ে নিতে পারেন।
এবার স্ক্রিনের উপর ছাপ দেওয়ার জন্য কেমিক্যাল লাগানো স্ক্রীনের উপর ফিল্মের পজেটিভ বা ট্রেসিং রাখি ও তা কাঁচ দিয়ে ঢেকে রোদে বা বৈদ্যুতিক আলোয় দিতে হবে৷ মনে রাখতে হবে, এই ধরনের একটি কাজের জন্য রোদে দিলে তা ১ মিনিটের কাছাকাছি এবং বৈদ্যুতিক আলোয় দিলে তা ৪ থেকে ৫ মিনিট সময় রাখতে হবে।
এক্সপোজ নেওয়ার পর ফ্রেমের স্ক্রীন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে স্ক্রিনটি শুকিয়ে নিতে হবে।
এখন স্ক্রিনসহ ফ্রেমটি স্ক্রিন টেবিলের উপর ভালোভাবে আটকিয়ে নিতে হবে।
স্ক্রীনে কালি লাগানোর পর যে শার্টে ছাপা হবে তাতে ঠিকমত ছাপ পড়ছে কিনা তা পরীক্ষা করতে হবে।
স্ক্রীনের যে অংশে লেখা বা আঁকা ছবি সেখানে স্ক্রুইজার দিয়ে রং লাগাতে হবে। তারপর ফ্রেমটি উঠিয়ে নিলেই শার্টের উপর লেখা বা আঁকা ছবি ফুটে উঠবে৷ মনে রাখতে হবে একাধিক রঙে ছাপাতে হলে একই নিয়মে ভিন্ন ভিন্ন রঙের ছাপ দিতে হবে।
আরও কিছু বিষয় মনে রাখা দরকার৷ যেমন: ছাপার পরে স্ক্রীন পরিষ্কার করার জন্য বেনজিন দিয়ে রং পরিষ্কার করে ও তুলায় রিমোভার নিয়ে ঘষা দিলে স্ক্রীনের লেখা বা আঁকা ছবি উঠে যাবে৷ আবার স্ক্রীনে এক চিমটি ব্লিচিং পাউডার ছিটিয়ে পানিতে ১০/১৫ মিনিট ভিজিয়ে রাখার পর স্ক্রীন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই এই স্ক্রীন দিয়ে আবার প্রিন্ট করা যাবে।

শার্টে স্ক্রীন প্রিন্ট করার সময় কিভাবে সাবধান থাকতে হবে
বোঝায় যাচ্ছে শার্টে স্ক্রীন প্রিন্ট করার সময় নানা বিষয়ে কিছুটা হলেও সাবধান থাকতে হবে৷ যেমন-

স্ক্রীনের সব জায়গায় সমানভাবে ইমালশন লাগাতে হবে;
রং লাগানোর সময় স্ক্রীনের উপর স্ক্রুইজার দিয়ে বেশি জোরে চাপ দেওয়া যাবে না;
রং ও অন্যান্য উপাদান স্বাভাবিক তাপমাত্রায় বন্ধ অবস্থায় সংরক্ষণ করতে হবে;
কাজ শেষে স্ক্রীন পরিস্কার করতে হবে৷ এর ফলে একই স্ক্রীন বারবার ব্যবহার করা যাবে;
স্ক্রীনযুক্ত ফ্রেমটি শুকিয়ে সোজা করে রাখতে হবে;
স্ক্রীন দেখে-শুনে কেনাই ভালো কারণ একটি স্ক্রীন দিয়ে অনেকদিন কাজ করা যায়;
এতে ব্যবহৃত রং ও অন্যান্য উপাদান শিশুদের থেকে দূরে রাখতে হবে।

স্ক্রীনের শার্ট  তৈরির ব্যবসায় কি ধরনের আয় বা খরচ হতে পারে
এখানে ২০০ টি শার্ট ছাপিয়ে আনুমানিক কত টাকা লাভ করা যায় তার একটি হিসাব দেওয়া হলো৷ অবশ্য এই হিসাবটি ঘরের খরচ বাদ রেখে করা হয়েছে৷ জেনে নেই কিরকম হতে পারে লাভ বা খরচের বিষয়টিঃ

(তাৎক্ষণিকভাবে দরকারি জিনিসের খরচ)
কাঁচামালের নাম কাঁচামালের পরিমাণ    কাঁচামালের দাম (টাকা)
দুই রঙের ডিজাইনের পজেটিভ (প্রতি ১ বর্গ ইঞ্চি পজেটিভের মূল্য ১.৫০)  ২ ইঞ্চি(৩.৫ ইঞ্চি (২টি) ২১
গেঞ্জি (প্রতিটি ৩০ টাকা) ২০০ টি ৬,০০০
স্ক্রীন- ৪০ নাম্বার ১২ ইঞ্চি ( ১৪ ইঞ্চি ২০০
সোনাকোট ১ আউন্স ১৫
পটাসিয়াম বাই ক্রোমাইড পরিমাণ মত ২
আই পি আই ১ আউন্স ২০
বেনজিন ১ আউন্স ৬
রিমোভার    ১ আউন্স    ১০
ব্লিচিং পাউডার ১ প্যাকেট ১০
সর্বমোট = ৬,২৮৪ টাকা

(সব সময়ের জন্য দরকারি জিনিসপত্রের খরচ)
সবসময়ের জন্য দরকারি জিনিসের নাম    তাদের পরিমাণ তাদের দাম(টাকা)
কাঠের ফ্রেম (১০ ইঞ্চি (১২ ইঞ্চি) ১ টা ২০
এক্সপোজ টেবিল ১ টা ১০০০
স্ক্রুইজার ১ টা ৩২
স্ক্রীন টেবিল         ১ টা    ১০০০
চেয়ার                 ১ টা    ৩০০
বালতি                 ১ টা    ৬০
হার্ডবোর্ড             ১ টা    ১৫
কাঁচ                    ২ টা    ১২০
ক্লিপ                    ২ টি    ৪০
কাঁচি                  ১ টা    ৫০
হাতুড়ি                ১ টা    ৫০
প্লাস                   ১ টা    ৫০
পেরেক              পরিমাণ মত     ৫
স্ক্রু ও ক্লাম্ব          ১ জোড়া    ৫০
ফোম (৮ ইঞ্চি ( ১০ ইঞ্চি)    ১ টা    ২০
তুলি                ১ টা    ২০
র্যাক                 ১ টা    ২০০
ড্রায়ার            ১ টা    ৩০০
                   মোট = ৩,৩৩২

আমরা দেখছি জিনিসপত্রের সর্বমোট খরচ ৩,৩৩২ টাকা৷ যেহেতু সব সময়ের জন্য দরকারি জিনিসপত্র একবার কিনলে অনেকদিন চলবে সেজন্য ২০০ শার্ট ছাপতে জিনিসপত্রের ক্ষতিবাবদ ৩,৩৩২ টাকার ০.০৫% ধরা হল৷ অর্থাৎ জিনিসপত্রের ক্ষতির পরিমাণ ১.৬৭ টাকা৷ তাহলে মোট খরচ হবেঃ

কাঁচামাল    ৬,২৮৪.০০ টাকা
জিনিসপত্রের ক্ষতি বাবদ ১.৬৭ টাকা
যাতায়াত ও অন্যান্য    ১০০.০০ টাকা
মোট খরচ =   ৬,৩৮৫.৬৭ টাকা

উপরের হিসাব থেকে দেখা যাচ্ছে ৬,৩৮৫.৬৭ টাকা খরচ করে ২০০ টি শার্টে ২ রঙের ডিজাইন ছাপানো যায়৷ প্রতিটি শার্ট ৪০ টাকা হিসাবে মোট ৮০০০ টাকার বিনিময়ে বিক্রি করা যাবে৷ এতে আনুমানিক (৮,০০০.০০ - ৬,৩৮৫.৬৭) টাকা = ১,৬১৪.৩৩ টাকা লাভ থাকবে৷
তথ্য সূত্র : ঢাকা আহ্ছানিয়া মিশন (২০০২:২২ ও ২৩): স্ক্রীন প্রিন্ট

পরিশেষে বলা যায় যে, আজকাল দেশের নানা জায়গায় নানা আকারের স্ক্রীন প্রিন্টিং ফার্ম রয়েছে৷ এসব ফার্মে এ বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে৷ আবার বর্তমানে এনজিও ও বিসিক সহ অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে স্ক্রীন প্রিন্ট করার জন্য সহজ শর্তে ঋণ পাওয়া যায়৷ এভাবে ছোট আকারে এই লাভজনক ব্যবসা শুরু করা যেতে পারে৷ তাছাড়া এই ব্যবসা কম-বেশি সারা বছরই চলে৷ তবে শীত মৌসুমে নানা ধরনের বিয়ে, জণ্মদিন ও অন্যান্য অনুষ্ঠানে স্ক্রীন প্রিন্টের চাহিদা অনেক বেড়ে যায়৷

শুক্রবার, এপ্রিল ৫

ধর্ম ও নাস্তিক

শয়তান যে কোন প্রকারে মানুষ-কে দিয়ে খারাপ কাজ করিয়ে নেয় ।
ঈশ্বর কি পারেন মানুষকে দিয়ে ভালো কাজ করিয়ে নিতে ?

           - নাস্তিকদেব

শনিবার, মার্চ ১৬

ফটোশপ শর্টকাট--- মেনু শর্টকাট কী

ফটোশপ শর্টকাট – মেনু শর্ট কাট কি

Ctrl +N কি প্রেস করলে, ফটোশপে নতুন ডকুমেন্ট ওপেন হবে ।

Ctrl + O কি প্রেস করে ফটোশপে ছবি অ্যাড করে নিতে পারবেন ।

Ctrl + W কি প্রেস করে ফটোশপে ক্যানভাস ক্লোজ করা যায় ।

Alt + Ctrl + W কি প্রেস করে ফটোশপ থেকে সব ধরুনের ডকুমেন্ট বন্ধ করা যায় ।

Ctrl + S কি প্রেস করে ফটোশপ ডকুমেন্ট সেভ করে রাখা যায় ।

Shift + Ctrl + S কি চাপে ফটোশপ ডকুমেন্ট সেভ করা যায় নতুন নামে ।

Alt + Shift+ Ctrl + S কি প্রেস ডকুমেন্ট ওয়েব পেজের জন্য সেভ করা যায় ।

Ctrl + P কি প্রেস করে ডকুমেন্ট প্রিন্ট করা যায় ।

Ctrl + Q কি প্রেস করে ফটোশপ প্রোগ্রাম ক্লোজ করা যায় ।

Ctrl + Z কি প্রেস  করে আন্ডু করা যায় , তবে সেটি এক ধাপ মাত্র । অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া যায় ।

Alt + Ctrl + Z কি চাপলে ডকুমেন্টের আগের অবস্থায় যাওয়া যায় , একে একে আগের ধাপ গুলোতে ফেরা যায় ।

Shift + Ctrl + F কি প্রেস করলে Fade অপশন প্রর্দশন হয় ।

Ctrl + X কি প্রেস করে ইমেজের সিলেক্ট করা অংশ কাট করা যায় ।

Ctrl + C কি প্রেস করে ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ কপি করা যায় ।

Ctrl + V দিয়ে ফটোশপে কাট বা কপি করা ডকুমেন্ট Paste হয় ।

Shift + F5 প্রেস করে Fill অপশন সিলেক্ট করা যায় ।

Alt + Shift+Ctrl + C প্রেস করে Content-Aware Scale ডকুমেন্ট সিলেকশন হয় ।

Ctrl + T দিয়ে ডকুমেন্ট ফ্রি টার্ন্সফর্ম করা যায় ।

Shift + Ctrl + K প্রেস করে কালার সেটিং অপশন ওপেন হয় ।

Alt + Shift + Ctrl + K এক সাথে প্রেস করে কিবোর্ড শর্ট কাট উইন্ডো ওপেন হয় ।

Alt + Shift + Ctrl + M কি দিয়ে মেনু ওপেন করা যায় ।

Ctrl + L কি প্রেস করে Levels লেয়ার উইন্ডো ওপেন হয় ।

Ctrl + M প্রেস করে Curves ওপেন করা যায় ।

Ctrl + U কি প্রেস করে Hue/Saturation ওপেন করা যায় ।

Ctrl + B প্রেস করে Color Balance উইন্ডো ওপেন হবে ।

Alt + Shift + Ctrl + B কি প্রেস করে ইমেজ Black/ White করা অপশন ওপেন হয় ।

Shift + Ctrl + L প্রেস করার পর Auto Tone অপশন অন হয় ।

Alt + Shift + Ctrl + L প্রেস করলে Auto Contrast ওপেন হয় ।

Shift + Ctrl + B প্রেস করলে Auto Color উইন্ডো ওপেন হয় ।

Alt + Ctrl + I কি প্রেস করে Image Size উইন্ডো করা যায় ।

Alt + Ctrl + C কি প্রেস Curves Size বক্স নির্বাচন করা যায় ।

Ctrl + G প্রেস করে Group লেয়ার তৈরি করা যায় ।

Shift + Ctrl + G প্রেস করে Group লেয়ার তৈরি করা অপশনটি মুছে দেওয়া যায় ।

Ctrl + A কি প্রেস ডকুমেন্টের কোন একটি লেয়ার সম্পুর্ন ভাবে করা যায় ।

Ctrl + D প্রেস করে ডকুমেন্ট এর সিলেক্ট করা অংশ Deselect করা যায় ।

Shift + Ctrl + I প্রেস করে Inverse অপশন মাধ্যেমে ছবি সিলেকশন করা যায় ।

Alt + Ctrl + A কি প্রেস করে All Layers নির্বাচন হবে ।

Ctrl + + কি প্রেস করে ডকুমেন্ট  Zoom In করা যায় ।

Ctrl + – কি প্রেস করে ইমেজের Zoom Out করা যায় ।

Ctrl + O কি প্রেস  ইমেজ Fit On Screen হয় ।

Ctrl + R কি প্রেস রুলার ওপেন হয় ।
Alt + F9 কি প্রেস করে Actions অপশন বের হয় ।

F5 প্রেস করে লেয়ার বক্সে ব্রাশ টুল নির্বাচন হয় ।

শনিবার, মার্চ ৯

বাণী

প্রকৃতগত ভাবে যে ধর্ম সৃষ্টি হয় তার কোন বদল ঘটানো যায় না ।
শুধু মানুষের তৈরি ধর্মের বদল ঘটানো যায় ।

      - নাস্তিকদেব

বৃহস্পতিবার, মার্চ ৭

জানলার কাছে যুদ্ধ

জানলার কাছে যুদ্ধ

আকাশ এখনও ঈশারা দেয়-নি
মেঘ এখনও পাঠায়-নি চিঠি
          জানতে কে কেমন আছে ।

বাতাসে এখন বারুদের গন্ধ ,
সে গন্ধ,
আমার বাগান অবধি এসে
সেরা ফুলটির গন্ধে মিশে যায় ।

আমার হৃদপিন্ডে ফোটে
প্রজন্ম মানবতা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২১

ফটোশপে ডিজাইন

Image

Image siege ( alt+ctr+I )

W..h : 4500 pix
H...t:  6000. Pix

W..h: 15 inc
H...t:  20 inc

B..c a..c

OK
............

Name: poster design
PR...t: custom

W...h: 15 inc
H..t :  20 inc
Re...n: 300 pix/inc
Color mode: CMYK color 8 bit
B.c: white

C.p: u.s.w.c(s)v2
P.a.r: s.p

OK
.............
Ctrl+ ;

View

New Guide

Orie....n

  Hor....Al
√ vertical

Pos...: .25