লেখার ডাগর মাঠ


রবিবার, এপ্রিল ২৮

স্ক্রীন প্রিন্টিং

কিভাবে শার্টে স্ক্রীন প্রিন্ট করা যায় ( নতুন ব্যবসা আইডিয়া)

সাধারণত আপনি নিজে যেমন পারিবারিকভাবে এই ব্যবসা করতে পারেন তেমনি এলাকায় অবস্থিত কাপড়ের দোকান বা সমিতির মাধ্যমে পরিচিত কয়েকজনকে নিয়েও স্ক্রীন প্রিন্টের ব্যবসা করতে পারেন৷ অবশ্য এটা জানা দরকার যে, যেকোন ধরনের কাপড়ে স্ক্রীনের নকশা করার পদ্ধতি মূলত একই৷ তবে কাপড়ের ধরনের উপর ভিত্তি করে নকশা, রং ও উপকরণের পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে৷ এখন জেনে নেয়া যাক একটি শার্টে কিভাবে এই প্রিন্ট করা যেতে পারে ও তাতে কেমন খরচ হতে পারেঃ

শার্ট
শার্ট পোশাকটি সাধারণত পুরুষদের ব্যবহৃত একটি জনপ্রিয় পোশাক৷ অবশ্য আজকাল ফ্যাশন-সচেতন অনেক কিশোরিকেও শার্ট বা ফতুয়া পরতে দেখা যায়৷ শার্ট নানা ধরেনর হতে পারে৷ যেমন- সুতি, তাঁত, সিল্ক ইত্যাদি৷ এখন স্ক্রীন প্রিন্টের নানা ধরনের নকশার শার্টও বেশ জনপ্রিয়৷ এখন জেনে নেই একটি শার্ট এই নকশা করতে হলে কি কি করতে হবে ও কিভাবে করতে হবেঃ

শার্টে স্ক্রীন প্রিন্ট কিভাবে করতে হবে
ইতিপূর্বে যেভাবে কাপড়ে স্ক্রীনের ছাপ করার আগে কিছু প্রস্তুতি নেবার কথা বলা হয়েছে ঠিক সেভাবেই শার্ট তৈরিতেও সেগুলো অনুসরণ করতে হবে৷ কাজের সুবিধার জন্য আরেকবার জেনে নেই সেগুলো কি কিঃ
ছাপার জন্য নকশা তৈরি করা
স্ক্রীনের রং তৈরি করা
সোনাকোট বা স্ক্রীন প্রিন্ট ইমালশন ব্যবহার করা
বেনজিন ব্যবহার করা
রং তৈরি করা
রিমোভার ব্যবহার করা
ব্লিচিং পাউডার ব্যবহার করা
কাঠের ফ্রেম তৈরি করা
এক্সপোজার টেবিল ও ফ্রেম ব্যবহার করা

এখন জেনে নেই একটি শার্টের উপর ২ রঙের ছাপের মাধ্যমে স্ত্রীন প্রিন্টের ধাপগুলো কি কিঃ
প্রথমে নিজের চাহিদামত পজেটিভ বা ট্রেসিং সংগ্রহ করতে হবে৷ মনে রাখতে হবে, আলাদা আলাদা রঙের জন্য আলাদা আলাদা ট্রেসিং বা ফিল্মের পজেটিভ সংগ্রহ করতে হবে।
এরপর মাপমত ফ্রেম ও স্ত্রীন সংগ্রহ করার কাজ৷ ধরা যাক এক্ষেত্রে (১০(১১) ইঞ্চি মাপের একটি ফ্রেম ও (১১(১৩) ইঞ্চি মাপের স্ক্রীন সংগ্রহ করা হলো।
এরপর ফ্রেম তৈরি করি সেইসাথে সঠিক মাপের কাঠের ফ্রেমে স্ক্রীনটি টানটান করে পেরেক দিয়ে লাগিয়ে নিতে হবে।
এখন স্ক্রিনকে একটি অন্ধকার ঘরে নিয়ে তাতে ১ আউন্স সোনাকোট এবং ৪/৫ ফোটা পটাশিয়াম বাই ক্রোমাইট মিশিয়ে নিতে হবে।
স্ক্রিনসহ ফ্রেমটি সমানভাবে ধরে বাকেট দিয়ে স্ক্রিনে কেমিক্যাল লাগাতে হবে৷ মনে রাখতে হবে যদি আপনি তাড়াতাড়ি কাজ করতে চান তবে ড্রায়ারের সাহায্যে স্ক্রীন শুকিয়ে নিতে পারেন।
এবার স্ক্রিনের উপর ছাপ দেওয়ার জন্য কেমিক্যাল লাগানো স্ক্রীনের উপর ফিল্মের পজেটিভ বা ট্রেসিং রাখি ও তা কাঁচ দিয়ে ঢেকে রোদে বা বৈদ্যুতিক আলোয় দিতে হবে৷ মনে রাখতে হবে, এই ধরনের একটি কাজের জন্য রোদে দিলে তা ১ মিনিটের কাছাকাছি এবং বৈদ্যুতিক আলোয় দিলে তা ৪ থেকে ৫ মিনিট সময় রাখতে হবে।
এক্সপোজ নেওয়ার পর ফ্রেমের স্ক্রীন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে স্ক্রিনটি শুকিয়ে নিতে হবে।
এখন স্ক্রিনসহ ফ্রেমটি স্ক্রিন টেবিলের উপর ভালোভাবে আটকিয়ে নিতে হবে।
স্ক্রীনে কালি লাগানোর পর যে শার্টে ছাপা হবে তাতে ঠিকমত ছাপ পড়ছে কিনা তা পরীক্ষা করতে হবে।
স্ক্রীনের যে অংশে লেখা বা আঁকা ছবি সেখানে স্ক্রুইজার দিয়ে রং লাগাতে হবে। তারপর ফ্রেমটি উঠিয়ে নিলেই শার্টের উপর লেখা বা আঁকা ছবি ফুটে উঠবে৷ মনে রাখতে হবে একাধিক রঙে ছাপাতে হলে একই নিয়মে ভিন্ন ভিন্ন রঙের ছাপ দিতে হবে।
আরও কিছু বিষয় মনে রাখা দরকার৷ যেমন: ছাপার পরে স্ক্রীন পরিষ্কার করার জন্য বেনজিন দিয়ে রং পরিষ্কার করে ও তুলায় রিমোভার নিয়ে ঘষা দিলে স্ক্রীনের লেখা বা আঁকা ছবি উঠে যাবে৷ আবার স্ক্রীনে এক চিমটি ব্লিচিং পাউডার ছিটিয়ে পানিতে ১০/১৫ মিনিট ভিজিয়ে রাখার পর স্ক্রীন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই এই স্ক্রীন দিয়ে আবার প্রিন্ট করা যাবে।

শার্টে স্ক্রীন প্রিন্ট করার সময় কিভাবে সাবধান থাকতে হবে
বোঝায় যাচ্ছে শার্টে স্ক্রীন প্রিন্ট করার সময় নানা বিষয়ে কিছুটা হলেও সাবধান থাকতে হবে৷ যেমন-

স্ক্রীনের সব জায়গায় সমানভাবে ইমালশন লাগাতে হবে;
রং লাগানোর সময় স্ক্রীনের উপর স্ক্রুইজার দিয়ে বেশি জোরে চাপ দেওয়া যাবে না;
রং ও অন্যান্য উপাদান স্বাভাবিক তাপমাত্রায় বন্ধ অবস্থায় সংরক্ষণ করতে হবে;
কাজ শেষে স্ক্রীন পরিস্কার করতে হবে৷ এর ফলে একই স্ক্রীন বারবার ব্যবহার করা যাবে;
স্ক্রীনযুক্ত ফ্রেমটি শুকিয়ে সোজা করে রাখতে হবে;
স্ক্রীন দেখে-শুনে কেনাই ভালো কারণ একটি স্ক্রীন দিয়ে অনেকদিন কাজ করা যায়;
এতে ব্যবহৃত রং ও অন্যান্য উপাদান শিশুদের থেকে দূরে রাখতে হবে।

স্ক্রীনের শার্ট  তৈরির ব্যবসায় কি ধরনের আয় বা খরচ হতে পারে
এখানে ২০০ টি শার্ট ছাপিয়ে আনুমানিক কত টাকা লাভ করা যায় তার একটি হিসাব দেওয়া হলো৷ অবশ্য এই হিসাবটি ঘরের খরচ বাদ রেখে করা হয়েছে৷ জেনে নেই কিরকম হতে পারে লাভ বা খরচের বিষয়টিঃ

(তাৎক্ষণিকভাবে দরকারি জিনিসের খরচ)
কাঁচামালের নাম কাঁচামালের পরিমাণ    কাঁচামালের দাম (টাকা)
দুই রঙের ডিজাইনের পজেটিভ (প্রতি ১ বর্গ ইঞ্চি পজেটিভের মূল্য ১.৫০)  ২ ইঞ্চি(৩.৫ ইঞ্চি (২টি) ২১
গেঞ্জি (প্রতিটি ৩০ টাকা) ২০০ টি ৬,০০০
স্ক্রীন- ৪০ নাম্বার ১২ ইঞ্চি ( ১৪ ইঞ্চি ২০০
সোনাকোট ১ আউন্স ১৫
পটাসিয়াম বাই ক্রোমাইড পরিমাণ মত ২
আই পি আই ১ আউন্স ২০
বেনজিন ১ আউন্স ৬
রিমোভার    ১ আউন্স    ১০
ব্লিচিং পাউডার ১ প্যাকেট ১০
সর্বমোট = ৬,২৮৪ টাকা

(সব সময়ের জন্য দরকারি জিনিসপত্রের খরচ)
সবসময়ের জন্য দরকারি জিনিসের নাম    তাদের পরিমাণ তাদের দাম(টাকা)
কাঠের ফ্রেম (১০ ইঞ্চি (১২ ইঞ্চি) ১ টা ২০
এক্সপোজ টেবিল ১ টা ১০০০
স্ক্রুইজার ১ টা ৩২
স্ক্রীন টেবিল         ১ টা    ১০০০
চেয়ার                 ১ টা    ৩০০
বালতি                 ১ টা    ৬০
হার্ডবোর্ড             ১ টা    ১৫
কাঁচ                    ২ টা    ১২০
ক্লিপ                    ২ টি    ৪০
কাঁচি                  ১ টা    ৫০
হাতুড়ি                ১ টা    ৫০
প্লাস                   ১ টা    ৫০
পেরেক              পরিমাণ মত     ৫
স্ক্রু ও ক্লাম্ব          ১ জোড়া    ৫০
ফোম (৮ ইঞ্চি ( ১০ ইঞ্চি)    ১ টা    ২০
তুলি                ১ টা    ২০
র্যাক                 ১ টা    ২০০
ড্রায়ার            ১ টা    ৩০০
                   মোট = ৩,৩৩২

আমরা দেখছি জিনিসপত্রের সর্বমোট খরচ ৩,৩৩২ টাকা৷ যেহেতু সব সময়ের জন্য দরকারি জিনিসপত্র একবার কিনলে অনেকদিন চলবে সেজন্য ২০০ শার্ট ছাপতে জিনিসপত্রের ক্ষতিবাবদ ৩,৩৩২ টাকার ০.০৫% ধরা হল৷ অর্থাৎ জিনিসপত্রের ক্ষতির পরিমাণ ১.৬৭ টাকা৷ তাহলে মোট খরচ হবেঃ

কাঁচামাল    ৬,২৮৪.০০ টাকা
জিনিসপত্রের ক্ষতি বাবদ ১.৬৭ টাকা
যাতায়াত ও অন্যান্য    ১০০.০০ টাকা
মোট খরচ =   ৬,৩৮৫.৬৭ টাকা

উপরের হিসাব থেকে দেখা যাচ্ছে ৬,৩৮৫.৬৭ টাকা খরচ করে ২০০ টি শার্টে ২ রঙের ডিজাইন ছাপানো যায়৷ প্রতিটি শার্ট ৪০ টাকা হিসাবে মোট ৮০০০ টাকার বিনিময়ে বিক্রি করা যাবে৷ এতে আনুমানিক (৮,০০০.০০ - ৬,৩৮৫.৬৭) টাকা = ১,৬১৪.৩৩ টাকা লাভ থাকবে৷
তথ্য সূত্র : ঢাকা আহ্ছানিয়া মিশন (২০০২:২২ ও ২৩): স্ক্রীন প্রিন্ট

পরিশেষে বলা যায় যে, আজকাল দেশের নানা জায়গায় নানা আকারের স্ক্রীন প্রিন্টিং ফার্ম রয়েছে৷ এসব ফার্মে এ বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে৷ আবার বর্তমানে এনজিও ও বিসিক সহ অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে স্ক্রীন প্রিন্ট করার জন্য সহজ শর্তে ঋণ পাওয়া যায়৷ এভাবে ছোট আকারে এই লাভজনক ব্যবসা শুরু করা যেতে পারে৷ তাছাড়া এই ব্যবসা কম-বেশি সারা বছরই চলে৷ তবে শীত মৌসুমে নানা ধরনের বিয়ে, জণ্মদিন ও অন্যান্য অনুষ্ঠানে স্ক্রীন প্রিন্টের চাহিদা অনেক বেড়ে যায়৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন