লেখার ডাগর মাঠ


বৃহস্পতিবার, মার্চ ২৪

জীবাশ্মের দিন রাত্রি


আমি আকাশের সাথে বন্ধুত্ব করতে গিয়ে
সফেদ একটুকর মেঘ স্পর্শে
প্রত্নরোদে পোড়া বালি হয়ে গেলাম ।
কাঠ খোট্টা ডালে বসে থাকা
কাকের মেনুয়াল চিৎকার
আমার জাতিশ্ম মন ক্যান্ভাসে ক্যানভাসে
কে যেন কিছু আড়াল করে গেল , মনে হল ;
:
মনে হল , বৃদ্ধ বেলায়
শঙ্খ চিলের কথা
কল্পনার নস্টালজিয়া তখন
আমাকে উঁকি দেয় কূপের বৃত্তজলে ।
আমি তখন বলয়ের মত-
আমাকে দেখি । আড়াল মুখ
থুবড়ে গিয়ে দিন-রাত্রি-
আমার সামাজিক মনু সংহিতায় ।
জীবাশ্ম ভালবাসার উদ্বেল গণিতকুষ্ঠ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন